মোহাম্মদ মামুন উদ্দিন(অনলাইন রিপোর্টার) হাতিয়া
পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও হাতিয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছাইফ উদ্দিন (৫৯)-কে গ্রেপ্তারের ঘটনায় পুরো হাতিয়ায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
সোমবার (৬ অক্টোবর) বিকেলে হাতিয়া আদালত চত্বর থেকে যৌথবাহিনী তাঁকে আটক করে। স্থানীয় সূত্র জানায়, দুপুরের পর থেকেই যৌথবাহিনীর সদস্যরা আদালত এলাকায় অবস্থান করছিলেন। বিকেলে আদালত থেকে বের হওয়ার সময় তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপজেলা সদরের ওছখালী এলাকায় বিক্ষোভ মিছিল বের করে তাঁর মুক্তি দাবি করেন। এক পর্যায়ে যৌথবাহিনী মিছিলকারীদের ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।
অন্যদিকে উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল পৃথক বিক্ষোভ মিছিল বের করে এই গ্রেপ্তারকে স্বাগত জানায় এবং প্রশাসনকে ধন্যবাদ জানায়।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন,
তাঁর বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। এর একটি মামলায় তিনি জামিনে ছিলেন। বিকেলে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ঘটনায় হাতিয়ায় রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থানে টহল জোরদার করা হয়েছে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।