মোঃমাকসুদ আলম (স্টাফ রিপোর্টার)
ভোলার লালমোহন উপজেলার তেতুলিয়া নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ শিকারের অপরাধে ১৬ জেলেকে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।
রবিবার (৬ অক্টোবর) দিবাগত রাতে লালমোহন উপজেলার তেতুলিয়া নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে তাদের আটক করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহ্-আজিজ।
আদালত সূত্রে জানা যায়, আটককৃত জেলেরা নিষিদ্ধ সময়ে নদীতে কারেন্ট জাল দিয়ে ইলিশসহ অন্যান্য মাছ শিকার করছিল। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ কারেন্ট জাল ও মাছ জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয় এবং জব্দকৃত জাল ধ্বংস করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহ্-আজিজ বলেন,
“নিষিদ্ধ সময়ে কেউ ইলিশ বা অন্য কোনো মাছ শিকার করলে ছাড় দেওয়া হবে না। এ অভিযান অব্যাহত থাকবে।”
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।