ওবাইদুল হক (স্টাফ রিপোর্টার): আজ ১৬/১১/২০২৪ ইং তারিখ চকরিয়া কোরক বিদ্যাপীঠ ভেন্যুতে শাপলা কাব অ্যাওয়ার্ড ও প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড প্রার্থীদের লিখিত মূল্যায়ন অনুষ্ঠিত হয়। কক্সবাজার জেলার মোট ৮ টি ভেন্যুর মধ্যে চকরিয়া কোরক বিদ্যাপীঠ অন্যতম।
সকাল ৯:৩০ ঘটিকায় এ মূল্যায়ন শুরু হয়ে দুপুর ১২:০০ ঘটিকা পর্যন্ত চলে। এতে সর্বমোট ১৮৬ জন প্রার্থী অংশগ্রহণ করে।
এতে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ স্কাউটস চকরিয়া উপজেলা শাখার সম্পাদক ও উডব্যাজার আনচারুল করিম (সিএএলটি সম্পন্ন), বাংলাদেশ স্কাউটস চকরিয়া উপজেলা শাখার কমিশনার সেলিনা আক্তার, উডব্যাজার নাছির উদ্দিন (সিএএলটি সম্পন্ন), উডব্যাজার সুকুমার বড়ুয়া, উডব্যাজার এহেছানুল ইসলাম, উডব্যাজার মাহমুদুল করিম।
লিখিত মূল্যায়নে উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তীতে অঞ্চল পর্যায়ে মূল্যায়ন অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
কার্যালয়: জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।