মোঃমাকসুদ আলম(স্টাফ রিপোর্টার)ভোলা জেলা
ভোলার লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের মেঘনা তীরবর্তী একটি গ্রাম সৈয়দাবাদ। এই গ্রামের মানুষ প্রতিনিয়ত মেঘনা নদীর ভাঙনের ভয়াবহ শিকার হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ, জলোচ্ছ্বাস ও নদীভাঙনের ফলে প্রায় সর্বস্বান্ত হয়ে পড়েছে মেঘনার তীরবর্তী এই গ্রামের শত শত মানুষ।
বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় অসংখ্য পরিবার রাস্তার পাশে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। কেউ কেউ আবার জীবিকার তাগিদে দেশ ছেড়ে চলে গেছেন দূর দেশে।
এমনই এক উদাহরণ নাফিজ ইকবাল। তাঁর পিতা মোহাম্মদ ইসমাইল। গ্রামের ঠিকানা— সৈয়দাবাদ, ডাকঘর লর্ডহার্ডিঞ্জ, উপজেলা লালমোহন, জেলা ভোলা। মেঘনার প্রলয়ঙ্করী ভাঙনে বাড়িঘর হারিয়ে তিনি পরিবার-পরিজনসহ হয়ে পড়েন বাস্তুচ্যুত। একসময় যাযাবরের মতো ঘুরতে ঘুরতে ভাগ্য অন্বেষণে পাড়ি জমান ইতালিতে।
বর্তমানে নাফিজ ইকবাল ইতালিতে রিপোজি (স্থায়ী বসবাসের অনুমতি) হিসেবে নতুন জীবন শুরু করার চেষ্টা করছেন।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।