মোঃ সোলায়মান গনি, উলিপুর উপজেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের বালাচর ফাজিল ডিগ্রি মাদ্রাসার পাশে বসবাসকারী রফিকুল ইসলাম (৩৫) পেটে টিউমার নিয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। অসুস্থ এই মানুষের একমাত্র আকুতি—চিকিৎসার সুযোগ পেলে হয়তো তিনি আবার বেঁচে উঠতে পারবেন।
শৈশবে মা-বাবাকে হারানো রফিকুলের জীবন ছিল কঠিন, কিন্তু স্ত্রী ও একমাত্র সন্তানের জন্য তিনি সব কিছু সহ্য করছেন। এখন চিকিৎসার অভাবে পরিবারটি দিশেহারা। ডাক্তাররা জানিয়েছেন, রফিকুলের চিকিৎসা ও অপারেশনের জন্য প্রয়োজন অন্তত ৩ লাখ টাকা। কিন্তু পরিবারের হাতে আছে মাত্র ২.৫ শতক ভিটে, আর কোনো অর্থনৈতিক সম্পদ নেই।
রফিকুলের স্ত্রী কাঁদতে কাঁদতে বলেন, “আমরা চাই না রফিকুল আমাদের চোখের সামনে চলে যাক। চিকিৎসার টাকা জোগাড় করতে না পারলে স্বামীকে হারাব। দয়া করে কেউ পাশে দাঁড়ান।”
এলাকাবাসীও অসহায় পরিবারটির পাশে দাঁড়াতে সহৃদয়বান মানুষদের প্রতি আহ্বান জানিয়েছেন। তাদের কথায়, “রফিকুল একজন মেধাবী, পরিশ্রমী মানুষ। চিকিৎসার সুযোগ পেলে সে আবার স্বাভাবিক জীবন ফিরে পাবে।”
সহায়তার জন্য যোগাযোগ করুন:
📞 বিকাশ নম্বর: 01966298698
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।