ইয়াসিন আহমেদ শরিফ স্টাফ রিপোর্টার মৌলভীবাজার
ঢাকা-সিলেট মহাসড়কের শ্রীমঙ্গল বাসস্ট্যান্ড ও গাংচিল রেস্টুরেন্টের মধ্যবর্তী অংশে সড়কটি এখন একেবারে বেহাল অবস্থা। সড়কটির বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত, এই গর্তের মধ্যে জমে আছে নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি। ফলে এই পথে পথচারীদের পায়ে হেঁটে চলাচল করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
এই সড়ক দিয়েই প্রতিদিন চলাচল করে হাজারেরও বেশি বাস, ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহন। গর্তে ভরা এই অংশে গাড়ি চলাচলের সময় পানির ছিটা ও কাদায় পথচারীদের ভিজে যেতে হয়। বিশেষ করে ওয়াবদা মসজিদে নামাজ পড়তে যাওয়া মুসল্লিরা পড়ছেন সবচেয়ে বেশি দুর্ভোগে, কারণ প্রতিদিনই এই রাস্তাটি ব্যবহার করতে হয় তাদের।
পায়ে হেঁটে বা রিকশায় চলাচলের সময় রাস্তার গর্তে জমে থাকা কাদা ও ময়লা পানিতে পা, কাপড় ও শরীর ভিজে যায়, যা শুধু অস্বস্তিকরই নয়, বরং দুর্গন্ধ ও সংক্রমণের আশঙ্কাও তৈরি করছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কার কাজ না হওয়ায় রাস্তাটি দিন দিন আরও খারাপ হচ্ছে। এলাকাবাসীর দাবি, একটু উদ্যোগ নিলেই এই জন-গুরুত্বপূর্ণ সড়কটি পায়ে হেঁটে চলাচলের উপযোগী হয়ে উঠতে পারে।
তারা দ্রুত এই রাস্তার অংশটি সংস্কার করে পথচারী ও যানবাহনের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।