মোঃ ছায়েদ আলী শ্রীমঙ্গল প্রতিনিধি
আজ থেকে রক্ত দেই মূল্যবান জীবন বাঁচাই সততা সমাজকল্যাণ সংস্থার এই স্লোগানকে সামনে রেখে,
(অদ্য ১০ অক্টোবর রোজ শুক্রবার) সন্ধা ৭ ঘটিকায় সংগঠনের প্রধান কার্যালয় হবিগঞ্জ রোডে
মাসিক মিটিং অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মিটিংয়ে সংগঠন এর বিভিন্ন সমাজসেবা মুলক কাজের বিষয়ে আলোচনা করা হয়।
এবং যারা সারা মাস স্বেচ্ছাসেবা মুলক কাজে বেশি এক্টিভ ছিলেন তাদের সেরা স্বেচ্ছাসেবী সনদ প্রদান করা হয়।
উপস্থিত ছিলেন: সততা সমাজকল্যাণ সংস্থার পরিচালক আহাজারুল ইসলাম অনিক আরও উপস্থিত সেচ্ছাসেবী- মোঃ ছায়েদ আলী, রাফি,রমজান আলী, ইয়াসিন,হেলাল, শাহিন, রাজু,করিম,আব্দুল সজিব, প্রমুখ।
সেরা সেচ্ছাসেবী সনদ প্রদান করা হলো।
সেরা সেচ্ছাসেবী যারা।
১ম - মোঃ রমজান আলী
২য় - মোঃ ইয়াসিন
৩য় - আব্দুল
৪ম -মোঃ রাজু
৫য় -মোঃ শাহিন
৬য় - মোঃ রাফি
সততা সমাজকল্যাণ সংস্থা শ্রীমঙ্গল একটি অরাজনৈতিক ও মানবিক সংগঠন যা মানব সেবার মূল লক্ষ। সকল সেচ্ছাসেবী ভাই বোনদের কে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।
সততা সমাজকল্যাণে নিজের সেরাটা দিয়ে মানবতার সেবায় আগামিতে এই লিস্টে আপনিও এগিয়ে আসতে পারেন।
সবার আন্তরিক সহযোগিত সম্মিলিত প্রচেষ্টায় আমরা উন্নয়নের এই ধারাকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই এবং সকলের দোয়া আর্শীবাদ ও সমর্থন কামনা করি।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।