এস.এম. ইয়াছিন শামীম (জেলা প্রতিনিধি, পটুয়াখালী)
পটুয়াখালীর দুমকিতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে দুই জেলেকে ১৬দিন করে সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আজ শুক্রবার (১১অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. এজাজুল হক এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন আঙ্গারিয়া ইউনিয়নের ঝাটরা গ্রামের মৃত চান্দু তালুকদারের ছেলে জামাল তালুকদার (৫০) এবং একই ইউনিয়নের পশ্চিম ঝাটরা গ্রামের মৃত বারেক হাওলাদারের ছেলে মো. কাওছার হাওলাদার (৩০)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে উপজেলার বাহেরচর সংলগ্ন পায়রা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কারেন্ট জালে ইলিশ শিকার করছিলেন তারা। এ সময় মৎস্য বিভাগের অভিযান টিম তাদের হাতে-নাতে আটক করে। অভিযানকালে জেলেদ্বয়ের ব্যবহৃত একটি নৌকা ও বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ করা হয়।
পরদিন সকালে আটক দুজনকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হলে ভ্রাম্যমাণ আদালত উভয়কে ১৬দিনের সশ্রম কারাদণ্ড প্রদান করে।
দুমকি থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দণ্ডপ্রাপ্ত আসামিদের পটুয়াখালী জেলা কারাগারে প্রেরণের প্রস্তুতি চলছে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।