মোঃ মেহেদী হাসান রানা ঢাকা প্রতিনিধি
উপকূলের জনপদ বরগুনা জেলার বেতাগীর কৃতি সন্তান, সহকারী অ্যাটর্নি জেনারেল ও বেতাগী উপজেলা বিএনপি’র সদস্য অ্যাডভোকেট আরিফুর রহমান আরিফের শ্রদ্ধেয় মাতা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১০ অক্টোবর ২০২৫) বিকেল ৩টা ২০ মিনিটের সময় তিনি ঢাকার মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সংবাদে বেতাগী ও আশপাশের এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া।
পরিবার সূত্রে জানা গেছে, মরহুমার জানাজা আগামীকাল শনিবার (১১ অক্টোবর ২০২৫) সকাল ১০টায় ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার পূর্ব কচুয়া গ্রামের মফিজিয়া দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। নামাজে জানাজা শেষে তাঁকে তার স্বামী আলহাজ্ব আব্দুর রব মাস্টারের কবরের পাশে দাফন করা হবে। মরহুমা মৃত্যুকালে আত্মীয়স্বজন ও অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মীসহ সর্বস্তরের মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে বলেছেন, একজন মায়ের মৃত্যু কোনোভাবেই পূরণীয় নয়। একজন মা শুধু পরিবারের আশ্রয় নন, তিনি সন্তানদের নৈতিকতা, মূল্যবোধ ও মানবতার প্রথম বিদ্যালয়। তাঁর চলে যাওয়ায় যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা কখনো পূরণ হওয়ার নয়।
বেতাগী প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। তাঁর মৃত্যুতে সমাজ হারালো এক স্নেহময়ী মা ও প্রেরণাদায়ী ব্যক্তিত্বকে।
আল্লাহ তায়ালা যেন মরহুমাকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার তাওফিক দান করেন এই দোয়া সকলের।
একজন মায়ের প্রয়াণ মানে সন্তানের জীবনের এক অমূল্য আশ্রয় হারানো। আজ বেতাগীর মানুষ তাঁকে স্মরণ করছে গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও অশ্রুসিক্ত চিত্তে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।