ইয়াসিন আহমেদ শরিফ স্টাফ রিপোর্টার মৌলভীবাজার
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় জাতীয় টাইফয়েড রোগ থেকে সুরক্ষা দিতে টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। রবিবার (১২ অক্টোবর২৫) শুরু হয়েছে দেশের প্রথম জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। এক মাসব্যাপী এই কর্মসূচির আওতায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশুকে বিনামূল্যে টাইফয়েড টিকা প্রদান করা হবে। শ্রীমঙ্গলে এ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিকা প্রদান কার্যক্রমের মাধ্যমে। উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শারমিন আক্তার, স্বাস্থ্য পরিদর্শক মাহবুবর রহমান (ইনচার্জ), আব্দুস শহীদ, গৌতম পুরকায়স্থ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।