মোঃ ছায়েদ আলী(শ্রীমঙ্গল প্রতিনিধি)
(১২ অক্টোবর রোজ রবিবার ২০২৫ ইং)
জুড়ী উপজেলার সাগরনাল চা বাগান দুর্গা মন্দিরে সারাদিনব্যাপী ১০তম ফ্রী চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
পরিচালনা করেন: ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল, কুলাউড়া,
আর্থিক সহায়োগিতায় এমটিভি ফাউন্ডেশন,
সার্বিক সহয়োগিতায় গ্রাম উন্নয়ন কার্যক্রম (গ্রাউক), চা শ্রমিকদের সেবক সংগঠন, চিকিৎসা নেওয়া সকল রোগীদের একটি করে কাঁঠাল ও পেয়ারা গাছের চারা বিতরন ও বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করে" গ্রাম উন্নয়ন কার্যক্রম (গ্রাউক)
সর্বমোট ২৮৬ জন রোগীকে সেবা প্রদান করেন, ,ছানি অপারেশন নেত্রনালি,চোখের মাংস বৃদ্ধি সহ মোট ৬২ জন বাছাই করা হয়েছে,
৭৭ জনকে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়, ২৬০০০ হাজার টাকার বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়, এবং চা বাগানের শ্রমিকদের হাতে তুলে দেন, (৫০০) টি ফল গাছের চারা বিতরণ করা হয়, মসজিদ মন্দির ও বিদ্যালয়ে ১০টি করে বৃক্ষ বিতরণ করা হয়।
প্রথম ধাপে ৬২ জনকে অপারেশনের জন্য কুলাউড়া চক্ষু হাসপাতালে নেওয়া হয়,তাদের থাকা খাওয়া দাওয়া যাতায়াত অপারেশন ঔষধ সম্পুন্ন বিনামুল্যে প্রদান করা হইবে,
বাকি ২০ জনের বিপি ও ডায়বেটিস বাড়তি তাই তাদেরকে পরবর্তী সময় নেওয়া হবে।
উক্ত কর্মসূচি চা বাগানের মানুষকে নিজ উদ্যোগে ফ্রী চক্ষু চিকিৎসা সুযোগ করে দিয়েছেন
গ্রাম উন্নয়ন কার্যক্রম গ্রাউক সংস্থার প্রতিষ্ঠাতা,মহাশয় অশোক রঞ্জন পাল এর এ মহতি উদ্বেগ স্বাগত জানাতে চা বাগানের সচেতন যুবক,ছাত্র ছাত্রী মুরব্বি সহ বিভিন্ন পেশার মানুষ এগিয়ে আসেন, সাগরনাল চা বাগানের চা শ্রমিকরা জানান, আপনাদের সহযোগিতায় আমরা বিনামূল্যে চিকিৎসা পেয়েছি, ধন্যবাদ জানাই
গ্রাম উন্নয়ন কার্যক্রম গ্রাউক ও
চা শ্রমিকদের সেবক সংগঠনকে
উপস্থিত ছিলেন চা শ্রমিকের সেবক সংগঠনের উপদেষ্টা বিষ্ণু হাজরা রাজু, উপদেষ্টা সন্তোষ লোহার, সাধারণ সম্পাদক শান্ত মৃধা, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিশাল নুনিয়া, অর্জুন রবিদাশ, সততা সমাজকল্যাণ সংস্থা সেচ্ছাসেবী মোঃ ছায়েদ আলী।
উপস্থিত ছিলেন গ্রাম উন্নয়ন কার্যক্রম (গ্রাউক) সংস্থার প্রধান কার্যালয়ের ডিভিশনাল ম্যানেজার জনাব প্রনয় রঞ্জন বিশ্বাস, গ্রাউক জুড়ী অঞ্চলের আঞ্চলিক ম্যানেজার জনাব সুমন্ত কুমার বিশ্বাস, গ্রাউক শ্রীমঙ্গল অঞ্চলের আঞ্চলিক ম্যানেজার জনাব অতুল কুমার পাল, সহকারী আঞ্চলিক ম্যানেজার জনাব মহাদেব ভূঁইয়া, উপস্থিত ছিলেন জনাব বিপ্লব কুমার পাল প্রধান হিসাব রক্ষক, আরও উপস্থিত ছিলেন গ্রাউক জুড়ী-০২ ব্রাঞ্চ ম্যানেজার জনাব মিটুন বিশ্বাস, হিসাব রক্ষক জনাবা মোছা: আবিদা জাহান ও কর্মী বৃন্দ প্রমূখ।
স্থানীয় সহযোগীতায় সাগরনাল চা বাগানের মেম্বার প্রদীপ যাদব ও
স্থানীয় সেচ্ছাসেবী উপস্থিত ছিলেন রাজীব ভর,পল্লু দেশোয়ারা, সরন ভর,বিডিট নাশি, এ সমাজিক কাজকে সফল করতে আপনাদের কে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞ প্রকাশ করেন, গ্রাম উন্নয়ন কার্যক্রম গ্রাউক,
আরো বিশেষ ধন্যবাদ জানান চা শ্রমিক সেবক সংগঠনের উপদেষ্টা বিষ্ণু হাজরা রাজু ও ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনষ্টিউড ও হাসপাতাল কুলাউড়ার এই প্রতিষ্টানকে অর্গানাইজার সুবল ভর কে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।