রুহুল আমিন,ঢাকা,জেলা (প্রতিনিধি)
দেশের বেসরকারি এমপিওভুক্ত স্কুল ও কলেজের শিক্ষক,কর্মচারী তাদের মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া ভাতার দাবিতে আজ রোববার থেকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন।
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে রোববার সকাল ৯টা থেকে এ কর্মসূচিতে অংশ নিয়েছে ক'য়েক হাজার শিক্ষক,কর্মচারী। দাবি আদায়ে না হলে আগামী মঙ্গলবার থেকে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন তারা।
মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া সহ ভাতা ছাড়া চিকিৎসা ভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৫০০ টাকা করা ও এমপিওভুক্ত কর্মচারীদেরকে উৎসব ভাতা মূল বেতনের ৫০ শতাংশ থেকে শুরু করে বাড়িয়ে ৭৫ শতাংশ করার দাবি শিক্ষক,কর্মচারীদের।জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোওয়ার হোসেন আজিজ বেলা ১২টায় ১৫ মিনিটে সাংবাদিকদের বলেন,আমরা দাবি আদায় বের ফলাফল না পেলে আদায়ের জন্য মঙ্গলবার থেকে কর্মবিরতির কর্মসূচি ঘোষণা করেছি। দেশে সব স্কুল,কলেজ,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে এ দিন তারিখ থেকে দাবি বাস্তনায়নের প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত লাগাতার কর্মবিরতি পালন করবেই।মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া বাবদ ভাতা, চিকিৎসা ভাতা ৫০০ টাকা থেকে শুরুতে বাড়িয়ে ১৫০০ টাকা করতে হবে এবং এমপিওভুক্ত কর্মচারীদের উৎসব ভাতা মূল বেতনের ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৭৫ শতাংশ করে প্রজ্ঞাপনের জারি না হওয়া পর্যন্ত আমাদের লাগাতার অবস্থান চলবে কর্ম বিরতি।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।