মোঃ সাজেদুর রহমান স্টাফ রিপোর্টার (নওগাঁ)
নওগাঁর পত্নীতলা ১৪ বিজিবির অভিযানে ১৪ অক্টোবর এবং বুধবার ১৫ অক্টোবর বস্তাবর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ এরশাদ আলী এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল উদয়শ্রী এবং উত্তরচকরহমত বাদদীঘি এলাকায় অভিযান পরিচালনা করে ৩০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ০৩ জন চোরাকারবারী (ক) মোঃ আনোয়ার হোসেন(৩০), পিতা-মোঃ ফারুক হোসেন, (খ) শ্রী শান্ত বর্মন, পিতা-শ্রী বিনয় চন্দ্র বর্মন উভয়ের গ্রাম-উদয়শ্রী, পোষ্ট-খেলনা, (গ) মোঃ আতাবুল ইসলাম(৪০), পিতা-মৃত গোলাম মোস্তফা, গ্রাম-উত্তরচকরহমত, পোষ্ট-জগদল, সকলের থানা-ধামইরহাট এবং জেলা-নওগাঁদেরকে আটক করতে সক্ষম হয়। এছাড়াও টহল দলের উপস্থিতি টের পেয়ে আরো ০১ জন চোরাকারবারী মালামাল ফেলে পালিয়ে যায়। ধৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে ধামইরহাট থানায় পৃথক পৃথক ০২টি মামলা দায়ের করা হয়। যার সর্বমোট সিজার মূল্য-৬০,০০০/- টাকা।
বিজিবি জানায় সিমান্তে গরু এবং মাদক চোরাকারবারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।