মোঃ সোলায়মান গনি,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে ১৫ অক্টোবর’২০২৫ বুধবার কুড়িগ্রামে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।
“সাদাছড়ির আধুনিকায়ন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, কুড়িগ্রাম এর আয়োজনে জেলা একীভূত চক্ষু সেবা কর্মসূচীর আওতায় ১৫ অক্টোবর’২০২৫ বুধবার কুড়িগ্রামে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। দাতা সংস্থা সাইট সেভার্সের সহযোগিতায় ও মরিয়ম চক্ষু হাসপাতাল উলিপুরের বাস্তবায়নে সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। পরে কুড়িগ্রাম জেলা প্রশাসক সিফাত মেহনাজ এর সভাপতিত্বে জেলা প্রশাসক কার্যালয়ের কনফারেন্স রুমে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৫ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ রানা, সহকারী কমিশনার এবিএম মেজবাহ উদ্দিন আহমেদ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ হুমায়ুন কবির, ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক রনি, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট, ডাঃ আরিফুর রহমান, মরিয়ম চক্ষু হাসপাতাল উলিপুরের সহকারী জেনারেল ম্যানেজার এ. এন. ফয়জুর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, কুড়িগ্রাম জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের আহ্বায়ক মোঃ ইউনুছ আলী, সদস্য সচিব এস.এম আশরাফুল হক রুবেল, সাইট সেভার্সের সহকারী প্রোগ্রাম সমন্বয়কারী অরবিন্দু রায়, ফ্রেন্ডশিপের আঞ্চলিক সমন্বয়কারী আব্দুস সালাম, প্রকল্প ব্যবস্থাপক মোঃ লাবিবুল ইসলাম, এফাদ-এর প্রকল্প সমন্বয়কারী কাজল কুমার রায়, ফ্রেন্ডশিপের প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম, টেকনিক্যাল সুপারভাইজার মোছাঃ উম্মে সালমা বেগম, ফিজিওথেরাপিষ্ট ইমরান খান, মনিটরিং অফিসার হেলাল উদ্দিন ফরাস প্রমূখ। আলোচনা সভা শেষে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ সাদাছড়ি বিতরণ করেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।