মোঃ ছায়েদ আলী শ্রীমঙ্গল প্রতিনিধি
শ্রীমঙ্গলঃ সিলেট রোডে দুই জোড়া স্পেশাল ট্রেন চালু, রেলপথ সংস্কারসহ আট দফা দাবি বাস্তবায়ন এবং ঢাকা–সিলেট মহাসড়কের কাজ দ্রুত সম্পন্ন করার দাবিতে আজ ১৮ অক্টোবর শনিবার সকাল সাড়ে ১১টায় শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
ঢাকাস্থ বৃহত্তর সিলেটবাসীর আহ্বানে আয়োজিত এই মানববন্ধনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নিয়ে কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেন।
বক্তারা বলেন, বৃহত্তর সিলেট অঞ্চলের উন্নয়ন ত্বরান্বিত করতে ঐক্য, সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। তারা রেল ও সড়ক যোগাযোগ ব্যবস্থার দ্রুত সংস্কার ও আধুনিকায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।