স্টাফ রিপোর্টার
বিমানবন্দরে কার্গো ভিলেজে আগুন, যা জানা যাচ্ছে
বিদেশ থেকে আমদানি করা পণ্য রাখা হতো কার্গো ভিলেজের এই গুদামে বিদেশ থেকে আমদানি করা পণ্য রাখা হতো।
৫ ঘন্টা আগে
ঢাকার হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লেগেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসে ৩৭টি ইউনিট। যোগ দিয়েছে সিভিল এভিয়েশন ও বিমান বাহিনীর ফায়ার ইউনিট।
আগুনের কারণে সাময়িকভাবে সব ধরনের বিমান চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। ঢাকাগামী ফ্লাইটগুলো চট্টগ্রাম ও সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
নিরাপত্তাজনিত কারণে ঢাকাগামী কয়েকটি ফ্লাইট বিকল্প রুটে পাঠানোর কথাও জানিয়েছে কর্তৃপক্ষ। এ ছাড়া ঢাকা থেকে ছেড়ে যাওয়ার অপেক্ষায় থাকা কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইটও বিমানবন্দরে আটকে রয়েছে বলে জানা গেছে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত এক প্রত্যক্ষদর্শী জানান, আগুন লাগার পরপরই দুর্ঘটনা এড়াতে হ্যাঙ্গারে থাকা কয়েকটি বিমান কিছুটা দূরে নিরাপদ স্থানে সরিয়ে নিতেও দেখেছেন তিনি।
সন্ধ্যার পর দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। এ সময় তিনি জানান, আগুন যেখানে লেগেছে এর পুরোটাই আমদানি কার্গো, রপ্তানি কার্গো পুরোপুরি নিরাপদ রয়েছে।
বিদেশ থেকে আমদানি করা পণ্য রাখা হতো কার্গো ভিলেজের এই অংশে।
শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজে আগুন, যা জানা যাচ্ছে
নীল পোশাক পরা একজন নারী রক্ত দিচ্ছেন, সামনে গ্লাভস পরা একটি হাতে দুটি রক্তের টিউব।
আগুন অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে, আজকে রাতের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা করা হচ্ছে।"
এদিকে বিমান চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন সাধারণ যাত্রিরা। বিমানবন্দর সূত্রে জানা গেছে, ফ্লাইটের অপেক্ষায় দীর্ঘ সময় ধরে অপেক্ষে করছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা যাত্রীরা।
এদিকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, বেলা সোয়া দুইটার দিকে বিমানবন্দরটির আট নম্বর গেইট সংলগ্ন কার্গো ভিলেজে আগুনের সূত্রপাত।
বিমানবন্দরে আগুনের খবর পেয়ে প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দুর্ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম। একে একে ৩৭টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়।
দুপুরের পর এই ঘটনার কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। যেখানে দেখা যায়, কার্গো ভিলেজে লাগা এই আগুনে ধোঁয়াচ্ছন্ন হয়ে পড়েছে পুরো এলাকা। ফায়ার সার্ভিসের পাশাপাশি বিমানবন্দরের কর্মীদেরকেও আগুন নেভানোর কাজ করতে দেখা যায়।
বিমানবন্দর এলাকায় থাকা কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, কার্গো ভিলেজের বাইরে বিপুল সংখ্যক উৎসুক জনতা ভিড় করেছে। বিমানবাহিনীর পক্ষ থেকে মাইকিং করে উৎসুক জনতাকে সরে যেতে বলা হচ্ছে।
আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা
বিমান চলাচল সাময়িক বন্ধ
হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উত্তর-পূর্ব অংশের কার্গো ভিলেজে আগুনের সূত্রপাত। জানা গেছে, ওই অংশে দেশের বাইরে থেকে আমদানি হওয়া পণ্য মজুদ করে রাখা হতো। তবে, কিভাবে আগুন লেগেছে সেটি এখনো নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।
তবে আগুন নেভানোর কাজে নিয়োজিত একজন ফায়ার ফাইটার গণমাধ্যমকে জানিয়েছেন, আগুনের পাশাপাশি কার্গো ভিলেজের ওই অংশে থাকা কয়েকটি ড্রাম বিস্ফোরিত হতে দেখেছেন তিনি।
আগুন নেভানোর সময় তীব্র ধোঁয়া ও প্রচন্ড গরমে ফায়ার সার্ভিসের কয়েকজন সদস্য অসুস্থ হয়ে পড়েছেন বলেও জানান ওই ফায়ার ফাইটার।
ঘটনাস্থল থেকে প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তি জানিয়েছেন, দুপুরের পর আট নম্বর গেইটের কাছে কার্গো ভিলেজ থেকে ধোঁয়া দেখতে পান তারা। এরপর দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে।
গণমাধ্যমে পাঠানো বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একটি বার্তায় জানানো হয়েছে, দুপুর সোয়া দুইটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় আকস্মিকভাবে আগুনের ঘটনা ঘটে।
তারা বলছে, ঘটনার পরপরই বিমানবন্দর ফায়ার সেকশন, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনার কার্যক্রম শুরু করে।
দূর থেকে কালো ধোঁয়ার কুণ্ডুলী দেখা যাচ্ছে
বিমানবন্দরের উত্তর-পূর্ব কোণে কার্গো ভিলেজে আগুন লাগে
পরিস্থিতি বিবেচনায় হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের বিমান চলাচল সাময়িক স্থগিত করা হয়েছে বলেও জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ কাউছার মাহমুদ জানিয়েছেন, আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে গেছেন উর্ধ্বতন কর্মকর্তারা। আপাতত ফ্লাইট অপারেশন বন্ধ রাখা হয়েছে।
শাহজালাল বিমানবন্দরে অবতরণের অপেক্ষায় থাকা কয়েকটি ফ্লাইট চট্টগ্রাম ও সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে ডাইভার্ট করা হয়েছে বলেও জানান তিনি।
এখন পর্যন্ত আটটি বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডাইভার্ট করে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেছে।
শনিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বার্তায় চট্টগ্রাম বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, "ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ারফিল্ড অদ্য রাত নয়টা পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। সর্বশেষ আটটা ফ্লাইট ঢাকা হতে চট্টগ্রাম বিমানবন্দরে ডাইভার্ট হয়ে অবতরণ করেছে।"
এদিকে, আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তর বা আইএসপিআরের পক্ষ থেকে এক বার্তায় জানানো হয়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নি নির্বাপণে কাজ করছে বাংলাদেশ সিভিল এভিয়েশনসহ বাংলাদেশ ফায়ার সার্ভিস এবং বাংলাদেশ বিমান বাহিনীর দুটি ফায়ার ইউনিট।
এছাড়া শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে বাংলাদেশ নৌবাহিনীও।আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।