মোঃ কামরুল ইসলাম ,রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঘুড়কা এলাকায় মানসিক ভারসাম্যহীন এক যুবককে চোর সন্দেহে বেধড়ক মারপিটের পর মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহতের নাম ইকবাল হাসান ওরফে ইউসুফ (১৯)।
নিহতের বাবা মো. আব্দুর রশিদ সলঙ্গা থানায় দায়ের করা এজাহারে উল্লেখ করেন, গত ৩ অক্টোবর রাত ১০টার দিকে ঘুড়কা সমবায় পাম্প এলাকায় ইকবালকে পেয়ে চোর সন্দেহে অভিযুক্ত বুদ্ধ মিয়া, আলাউদ্দিন ও আব্দুস সোবাহানসহ কয়েকজন মিলে তাকে লোহার রড ও প্লাস দিয়ে পিটিয়ে আহত করে এবং বিদ্যুৎস্পৃষ্ট করে গুরুতর জখম করে।
গুরুতর অবস্থায় ইকবালকে প্রথমে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে সিরাজগঞ্জ এবং পরবর্তী সময়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৪ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়।
নিহতের বাবা মো. আব্দুর রশিদ বলেন, “আমার ছেলের মানসিক সমস্যা ছিল। বাড়ি থেকে বের হয়ে সে ওই পাম্পের সামনে রাখা একটি গাড়িতে শুয়ে ছিল। আসামিরা চোর সন্দেহে তাকে বেধড়ক মারধর করে অজ্ঞান করে ফেলে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়।” তিনি আরও বলেন, “ঘটনাটি ধামাচাপা দিতে আসামিরা আমাকে টাকার প্রলোভন দেখিয়েছে।” তিনি জড়িতদের কঠোর শাস্তির দাবি জানান।
এ ঘটনায় অভিযুক্তদের বক্তব্যের জন্য যোগাযোগ করা হলে তারা পলাতক থাকায় কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সলঙ্গা থানার ওসি মো. হুমায়ুন কবির বলেন, “ঘটনার পরপরই একটি মামলা নেওয়া হয়েছে। একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
তারিখ: ১৯.১০.২০২৫
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।