স্নেহা আবদুর রহিম ( চট্টগ্রাম মহানগর প্রতিনিধি)
এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ছেলেদের তুলনায় মেয়ে শিক্ষার্থীদের সাফল্য ছিল ঈর্ষান্বিত। চট্টগ্রাম শিক্ষা বোর্ড এ এবার পাশের হার ছিল ৫২.৫৮। প্রায় অর্ধেক শিক্ষার্থী এবার অকৃতকার্য হয়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় নগরীর সরকারি নামকরা কলেজগুলোকে ডিঙিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে চট্টগ্রাম মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের মেধাবী মেয়ে শিক্ষার্থী মেহজাবিন আফরোজ আলম স্নেহা। তিনি সর্বোচ্চ ১২৫১ নাম্বার পেয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে প্রথম হয়েছেন। চট্টগ্রাম বোর্ডে প্রথম হওয়া মেজাবিন আফরোজা আলম স্নেহা'র মা নাসরিন সুলতানা রনি একজন গৃহিণী এবং তাঁর পিতা মোহাম্মদ মঞ্জুর আলম বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্য মন্ত্রী জনাব আমীর খসরু মাহমুদ চৌধুরীর এপিএস। সুযোগ্য পিতা ও মাতার সার্বক্ষণিক তদারকি এবং ভালবাসায় মেহজাবিন আফরোজা আলম স্নেহ'র এই সাফল্যে গোটা পরিবার আজ গর্বিত।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।