প্রতিবেদকঃ গোলাম মোঃ রকিব, রাউজান উপজেলা প্রতিনিধি।
রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় এক বছর ধরে জলাতঙ্ক প্রতিরোধে ব্যবহৃত ‘র্যাবিস’ টিকার কোনো সরবরাহ নেই। ফলে কুকুর বা বিড়ালের কামড় বা আঁচড়ে আক্রান্ত রোগীরা হাসপাতালে এসে প্রতিষেধক না পেয়ে বাধ্য হয়ে ফিরে যাচ্ছেন, অনেকে ঝুঁকি নিয়ে কবিরাজি চিকিৎসার আশ্রয় নিচ্ছেন। বিশেষজ্ঞদের মতে, জলাতঙ্ক একটি প্রাণঘাতী ভাইরাসজনিত রোগ, যার প্রতিষেধক কামড়ের ২৪ ঘণ্টার মধ্যেই নিতে হয়। কিন্তু সরকারি হাসপাতালে টিকা না থাকায় অনেকেই নিরুপায় হয়ে বাইরের ফার্মেসি থেকে প্রতিটি টিকা ৪৫০ থেকে ৫০০ টাকায় কিনে নিচ্ছেন। এক পূর্ণাঙ্গ ডোজ নিতে লাগে ৫টি টিকা, যার ব্যয় প্রায় আড়াই হাজার টাকা। এই খরচ নিম্নআয়ের মানুষের জন্য প্রায় অসম্ভব। আক্রান্ত রোগীকে হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালে গেলে তারা বলে টিকা নেই, রোগীকে শহরে যেতে হবে। টিকা না থাকায় তারা অনেক সময় কাগজে নাম লিখে দিয়ে বাইরের ফার্মেসি থেকে আনায়।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।