রুহুল আমিন,ঢাকা জেলা (প্রতিনিধি)
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে জামায়াত-এনসিপির যমুনায় বৈঠক শেষ হয়েছে
আজ বুধবার (২২ অক্টোবর) রাজনৈতিক সংলাপে অংশ হিসেবে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ও জামায়েত ইসলামী প্রতিনিধি দল
বুধবার (২২ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তারা বৈঠক করেছেন।
প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম। প্রতিনিধি দলে আছেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক মো: সারজিস আলম,জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্ত শারমিন,যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা এবং খালেদ সাইফুল্লাহ।
তার পরে বুধবার সন্ধ্যা ৬টায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দল
তিনি বলেন, বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৬টায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেন। উভয় দলের প্রতিনিধিদল সাক্ষ্য প্রমাণের নাহিদ ইসলামের দেয়া তথ্যের ভিত্তিতে জুলাই সারনাথ বাস্তবায়নসহ নির্বাচনের আচরণবিধে লঙ্গন এবং প্রধান নির্বাচন কমিশনারের যথার্থ দায়িত্ব বাস্তবায়নের লক্ষ্যে কাজ করার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টার সাথে বৈষমর বিরুদ্ধে ছাত্র আন্দোলন সহ দেশের দুর্নীতি স্বার্থে যারা লিপ্ত তাদের দ্রুত বিচারের আওতায় এনে সঠিক পদক্ষেপ নেয়ার আহ্বান করেছেন এন সি পি দলের আহবায়ক নাহিদুল ইসলাম।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।