স্টাফ রিপোর্টার
মো: কাওসার উদ্দিন
২১/১০/২০২৫ ইং আজ জাতীয় নিরাপদ সড়ক দিবস। দিবস টি উপলক্ষে রাষ্ট্রপতি জনাব মোঃ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা জনাব, ডক্টর মোহাম্মদ ইউনুস বিশেষ বাণী দিয়েছেন।সারা দেশব্যাপী দিবসটি পালন করার উদ্যোগ নেওয়া হয়েছে।
পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়' এই স্লোগান নিয়ে গড়ে তুলেন সামাজিক সংগঠন-নিরাপদ সড়ক চাই (নিসচা)। নিসচার পক্ষ থেকে প্রতিবছর ২২ অক্টোবরকে নিরাপদ সড়ক দিবস হিসেবে পালনের দাবি জানানো হয়। ২০১৭ সালে মন্ত্রিসভার বৈঠকে ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গ্রহণ ও অনুমোদন দেওয়া হয়।আজ সেই জাতীয় নিরাপদ সড়ক দিবস। নিরাপদ সড়ক চাই (নিসচা)আন্দোলনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং সূচনাকারী, চিত্র নায়ক জনাব ইলিয়াস কাঞ্চন অসুস্থ হয়ে বিদেশে অবস্থান করছেন, তার অবস্থা স্থিতিশীল। তিনি জটিল ব্রেন টিউমারে আক্রান্ত।বর্তমানে তার জ্যৈষ্ঠ পুত্র নিরাপদ সড়ক চাই, আন্দোলনের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব নিয়েছেন। ৩২ বছর আগে এই দিনে বান্দরবনে শুটিং চলাকালীন স্বামী ইলিয়াস কাঞ্চনের সাথে দেখা করার জন্য পথিমধ্যে চট্টগ্রামের চন্দনাইসে সড়ক দুর্ঘটনায় নিহত হন জাহানারা কাঞ্চন। পরবর্তীতে পথ যেন হয় শান্তির মৃত্যুর নয় "এই স্লোগান নিয়ে গড়ে তোলেন সামাজিক আন্দোলন নিরাপদ সড়ক চাই (নিসচা) প্রতিষ্ঠান। তথাপি বর্তমান বাস্তব অবস্থায় পরিলক্ষিত হয় যে আজও পর্যন্ত সড়ক নিরাপদ হয় নাই। ঘটনায় মৃত্যুর মিছিল ক্রমশ বেড়েই চলেছে। সড়কে অব্যবস্থাপনা ট্রাফিক আইন না মেনে চলছে।বেড়েই চলেছে মেয়াদ উত্তীর্ণ গাড়ির বহর। দেশে প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন বহু মানুষ। অষ্টমবারের মতো পালিত হচ্ছে জাতীয় পথ সড়ক দিবস। সারা দেশব্যাপী দিবসটি পালিত হচ্ছে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।