তাহিরপুর উপজেলা বালিজুরি ইউনিয়নের আনোয়ারপুর থেকে জামালগঞ্জ ও সুনামগঞ্জ যাওয়ার রাস্তায় , পুরান বারঙ্কা গ্রামের সামনে রাস্তায় শুকনো যায়গায় বেড়া দিয়ে মানুষ ও গাড়ি( প্রতি ৩০ টাকা) নৌকা দিয়ে পারাপার করার অভিযোগ ওঠেছে ইজারাদারদের ওপর। পানি অবস্থায় পারাপারের শর্তে ইজারা দেওয়া হলেও, পানি শুকিয়ে যাওয়ার পর অবৈধ পন্থায় টাকা নেওয়ায়
এলাকাবাসী ও সচেতন নাগরিকদের প্রতিবাদে বেড়া তুলে রাস্তা সংস্কার করেন বালিজুরী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল মিয়া।
বালিজুরী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল মিয়া বলেন, পানি থাকা অবস্থায় ইজারা দেওয়া হয়েছিল। এখন রাস্তা শুকিয়ে গেলে খেয়া চালানোর প্রয়োজন নেই। কেউ জোর করে টাকা তুললে সেটা সম্পূর্ণ অবৈধ।
তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা শারুখ হাসান শান্তনু বলেন, রাস্তা শুকিয়ে গেলে ইজারাদারের খেয়া চালানোর অধিকার নেই।।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।