(বাঁশখালী উপজেলা,প্রতিনিধি)
অদ্য ২৫.১০.২০২৫ ইং রোজ শনিবার চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নে আলীফ মীম নার্সারীতে এই ঘটনা ঘটে।
এই ঘটনা মো: সারওয়ার নামে একজন ব্যাক্তি নিজে বাদী বাঁশখালী থানায় অভিযোগ দেয়।
উক্ত ঘটনার ভুক্তভোগী বলেন যে,অদ্য তারিখ ঠিক সকাল ৮.০০ টা সময় আবদুল মালেক,ছাত্রদল নেতা মো: তারেকের নেতৃত্বে৩৫ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে বাগানবাড়িতে, ভিটায় অনাধিকার প্রবেশ করে।
আমরা ঘটনাস্তলে তদন্ত করে জানতে পারি যে, হামলাকারীরা এতে করে ২০ টি মেহগনি গাছ,৩০ টি সুপারী গাছ কেটে ফেলে। সে সাথে আম,আমড়া সহ কলম দেয়া বিভিন্ন প্রজাতির গাছ জোর পূর্বক কেড়ে নিয়ে ট্রাকে করে তুলে নিয়ে যায় এবং দুটি বীজতলার ছাউনি ও শতাধিক চারা নষ্ট করে প্রায় লক্ষধীক টাকা ক্ষতিসাধন করে।
উক্ত ঘটনার ভুক্তভোগী মো সারওয়ার আমাদেরকে জানায় যে,আমার জায়গার সীমানার বসতভিটার মাঝখানে টিনের বেড়া স্থাপন করে।
আমরা আবার এই বিষয় নিয়ে অভিযুক্ত ছাত্রদল নেতা মো: তারেক জানান যে,উক্ত ঘটনার স্থান হতে আমাদেরকে একাধিকবার ফোন করায় আমি গিয়েছি।'আমি কিন্তু প্রথমবার যেতে চাইনি।কিন্তু আবার আমি এই ঘটনার কোনো জায়গায় কোনো অংশ নিইনি।বরং আমি দুইপক্ষকে শান্ত হওয়ার আহবান জানাই।
আমরা আরও তদন্ত সূত্রে জানতে পারি যে, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ জনাব সাইফুল ইসলাম মহোদয় জানান যে, উক্ত ঘটনার খবর পাওয়া সঙ্গে সঙ্গে গিয়ে রামদাস হাট পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপ পরিদর্শক (এ, এস, আই)মো: শরীফের নেতৃত্বে পুলিশ ঘটনা স্থলে গিয়ে তদন্ত করে।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ আরও জানান যে, উক্ত ঘটনার ভুক্তভোগী মো সারওয়ার লিখিয়া অভিযোগ পেয়ে এই বিষয়টি তদন্তধীন প্রক্রিয়া চলমান রয়েছে এবং সে সাথে আইননুগ ব্যাবস্থা ও নেওয়া হবে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।