স্টাফ রিপোর্টার, মৌলভীবাজারঃ
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সামি ইয়ামি পার্টি সেন্টারের সামনে টু-জুড়ী রোডে সোমবার (২৭ অক্টোবর) রাতে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় বড়লেখা সরকারি কলেজের শিক্ষার্থী মারওয়ান আলম নি/হ/ত হন। একই ঘটনায় আরও চারজন আ/হ/ত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে মারওয়ান আলম মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ট্রাকের সঙ্গে তাঁর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই নি/হ/ত হন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
দূর্ঘটনায় আহত চারজনকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নি/হ/তের পরিবার জানিয়েছেন, মারওয়ান ছিলেন একজন মেধাবী ও পরিশ্রমী শিক্ষার্থী। তাঁর অকাল মৃত্যুতে পরিবার, বন্ধু মহল এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।