স্বপ্ন আচার্য়্য দূর্জয় (বাঁশখালী উপজেলা,প্রতিনিধি)
অদ্য ২৭.১০.২০২৫ ইং রোজ সোমবার চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার গুনাগারি ইউনিয়ন খানখানাবাদের একটি ছোট বেরি বাঁধ নির্মাণ কারী একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে সমুদ্রের বালি উওোলন করায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে হুশিয়ার প্রঙ্গাপন জারি করে।
আমাদেরকে তদন্ত করতে গিয়ে স্থানীয় লোকজনরা জানায় যে, একটি অপরস্থ রাজনৈতিক কিছু ব্যাক্তিদের অন্যায়কৃতভাবে জোর পূর্বক পিডি এল নামক প্রতিষ্ঠানকে হুমকি দিয়ে রাতের অন্ধকারে সাগরের বালি উত্তোলন কার্যক্রম প্রকিয়া করে যাচ্ছে। এই গোপন সূত্রে জানতে পারে বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার ভুমি এই ঘটনা স্থল পরিদর্শন করতে যায়।
স্থানীয় রিপোর্টারদেরকে বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার ভুমি ওমরসানী আকন জানান্ন যে,অবৈধ বালি উত্তোলনের জন্য ওই স্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজারকে জিঙ্গাসা বাদ করার জন্য ঠেকে পাটানো হয়। যতদিন পর্য়ন্ত ওই ঠিকাদার প্রতিষ্ঠানের সঠিক তথ্য হাতে না পাচ্ছে ততদিন সকল কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়েছে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।