(বাঁশখালী উপজেলা, প্রতিনিধি)
অদ্য ২৮.১০.২০২৫ ইং রোজ মঙ্গলবার ঠিক সকাল চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নে এই অভিযানটি পরিচালিত হয়। চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলায় সেনা ও রেবের ষৌথ অভিযানে সরল ইউনিয়ন হতে পরিত্যক্ত অবস্থায় ৪টি আগ্নেয়াস্ত্র, ১০টি কার্তুজ ও বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করতে আর সে সাথে কিছু সংখ্যাক মামলার আসামি আবুল হাসান ও শওকত ইসলাম নামে আরও একজন গ্রেপ্তার করতে সক্ষম হয়।
র্যাব গণমাধ্যমকে জানায় যে, কিছু পরিমাণ সন্থাসীরা কিছু অস্ত্র নিয়ে সরল ইউনিয়নে অবস্থান করছিল। কিছু গোপন তথ্যের ভিত্তিতে অদ্য তারিখ সকাল ৬টা সময় উত্তর সরল ইউনিয়ন হতে ৩টি একনলা বন্ধুক,১টি ওয়ান শুটারগান,৫টি ধারালো অস্ত্র ও ১০ টি কার্তুজ উদ্ধার করে।
আমরা আরও তদন্ত সূত্রে জানতে পারি যে, অবৈধ অস্ত্র উদ্ধার করার জন্য সেনাবাহিনী, র্যাবের একটি যৌথ টিম তৈরি করে এই অভিযানটি পরিচালনা করা হয়। সূত্রটি আর ও জানায় যে, সরল ইউনিয়নের সরকারি খাসজমি জোরপূর্বক দখল কাটানোর জন্য কেন্দ্র করে ২টি বিশৃঙ্খলা সৃষ্টিকারী দল প্রতিনিয়ত সংঘর্ষ করে আসছে। সেখানে নাকি বেশিরভাগ দেশীয় অস্ত্র ব্যবহৃত হতো। এই পরিস্থিতি স্বাভাবিক করার জন্য এই যৌথ অভিযানটি পরিচালিত করা হয়। আরও এই অভিযানটি পরিচালনা করার সময় স্থানীয় নুরুল কবির গ্রুপের পক্ষে ২জনকে গ্রেপ্তার করেছে।
তাদের একজনের নাম আবুল হাসেম,যার নামে কিনা একাধিক মামলা রয়েছে, আর অপর ব্যাক্তির নাম শওকত ইসলাম যার নামে কিনা হত্যাচেষ্ঠা মামলা রয়েছে।
অভিযানটি পরিচালনা শেষে গ্রেপ্তারকৃত ২ আসামি,ও উদ্ধারকৃত অস্ত্রসহ র্যাবের হাতে হস্তান্তর করে।সেনাবাহিনী জানিয়েছে যে,গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সঠিক আইনানুগ ব্যবস্থা ও সরল ইউনিয়ন হতে আরও অস্ত্র উদ্ধার কার্য়ক্রম চলমান রয়েছে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।