স্টাফ রিপোর্টার মো: কাওসার উদ্দিন
২৯/১০/২০২৫ ইং
আজ রাজধানীর উত্তরায় বিজিএমই ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সভাপতি মাহমুদ হাসান খান বাবু জানান
গত এক বছরে দেশে মোট ২৫৮টি রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা বন্ধ হয়ে হয়েছে
মঙ্গলবার (২৮ অক্টোবর) রাজধানীর উত্তরার বিজিএমইএ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
বিজিএমইএ সভাপতি বলেন, “শ্রমিক আন্দোলন ও নীতিগত অনিশ্চয়তার কারণে তৈরি পোশাক খাত চাপে রয়েছে। এর মধ্যে ২০ জন শ্রমিক মিলে ট্রেড ইউনিয়ন গঠনের সিদ্ধান্ত পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করতে পারে।”
তিনি আরও বলেন, গত বছরের আগস্ট থেকে শ্রমিক অসন্তোষের কারণে অনেক কারখানায় উৎপাদন বন্ধ ছিল। এখন উদ্যোক্তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন, কিন্তু নতুন সিদ্ধান্তগুলো শিল্পে আবারও সংকট তৈরি করবে।
এলডিসি (স্বল্পোন্নত দেশ) থেকে উত্তরণের প্রসঙ্গে মাহমুদ হাসান খান বাবু সতর্ক করে বলেন, “যথাযথ প্রস্তুতি ছাড়া আগামী বছর এলডিসি গ্র্যাজুয়েশন হলে দেশ পিছিয়ে পড়বে। এতে বিনিয়োগ কমবে, রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে।”
তিনি আরও জানান, বাংলাদেশ শ্রম আইন (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ কার্যকর হলে বৈদেশিক বিনিয়োগে নেতিবাচক প্রভাব ফেলবে এবং শিল্পখাতে অস্থিরতা সৃষ্টি করবে।
চট্টগ্রাম বন্দরের মাশুল ৪১ শতাংশ বৃদ্ধির সমালোচনা করে বিজিএমইএ সভাপতি বলেন, “বন্দরের সক্ষমতা না বাড়িয়ে এমন হারে মাশুল বৃদ্ধি সম্পূর্ণ অযৌক্তিক। এতে রপ্তানি বাণিজ্য বিপর্যয়ের মুখে পড়বে।”
তিনি প্রশাসনিক জটিলতা, ব্যয়বৃদ্ধি ও তহবিল ব্যবস্থাপনায় বিশৃঙ্খলার আশঙ্কা তুলে ধরে শ্রমিক কল্যাণ তহবিল ও সার্বজনীন পেনশন স্কিমের কার্যকারিতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।
মাহমুদ হাসান খান বাবু আর বলেন, দেশীয় উদ্যোক্তাদের সঙ্গে আলোচনা করা জরুরী প্রয়োজন।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।