মোঃ ছায়েদ আলী স্বাধীন সুর্যোদয় শ্রীমঙ্গল প্রতিনিধি
শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট ইউনিয়নের খেজুরীছড়া র্যানার উচ্চ বিদ্যালয়ে ১০ম শ্রেনীর ছাত্রী কালীঘাট ইউপির-পুরুষতম তাঁতীর মেয়ে সোনালী তাঁতী (১৬), গত ১২ অক্টোবর ২০২৫ বিকেল ৪ ঘটিকায় বিদ্যালয় হতে বাড়ি ফেরার পথে শ্রীমঙ্গল থানাধীন ৭নং রাজঘাট ইউপির অন্তর্গত ফুসকুড়ি চা বাগানস্থ ফুসকুড়ি বিমান ঘাটির সামনে পৌছলে আসামী শাকির মিয়া (২৬), পিতা-সামছু মিয়া, সাং-শংকরসেনা, থানা-শ্রীমঙ্গল, জেলা- মৌলভীবাজার ভিকটিমকে প্রলোভন দেখিয়ে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
উক্ত ঘটনার পর হতে পুলিশ সুপার এর সার্বিক দিক নির্দেশনায় ভিকটিম সোনালী তাঁতী‘কে দ্রুত সময়ের মধ্যে উদ্ধার এবং ঘটনায় জড়িতদের গ্রেফতারে মাঠে নামে শ্রীমঙ্গল থানা পুলিশের চৌকস দল।
তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামীর অবস্থান শনাক্ত করে অপহৃত ভিকটিম উদ্ধার এবং ঘটনায় জড়িতদের গ্রেফতারে লক্ষ্যে ১ নভেম্বর রাত্রিবেলা এসআই শ্যামল কুমার নন্দী সঙ্গীয় ফোর্সসহ নিরবিচ্ছন্ন অভিযান পরিচালনা করে কমলগঞ্জ থানাধীন বনগাঁও সাকিন হতে আসামী শাকির মিয়াকে গ্রেফতার পূর্বক অপহৃত ভিকটিম সোনালী তাঁতীকে উদ্ধার করেন।
ঘটনার বিষয়ে ভিকটিমের পিতা পুরুষতম তাঁতী (৫০), বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন,২০০০ একটি মামলা দায়ের করেন। মামলা নং-২, তারিখ- ১ নভেম্বর, ২০২৫; ধারা- ৭/৩০। গ্রেফতারকৃত অপহরনকারীকে চালান মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।