কক্সবাজার প্রতিনিধি।
কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী সেনা ক্যাম্পের একটু দক্ষিণে আজ সকালে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। চট্টগ্রামমুখী “মারছা” পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও কক্সবাজারমুখী একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে অন্তত চারজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে বৃষ্টিতে পিচ্ছিল রাস্তায় গাড়ি দুটি নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা যাত্রীরা আটকা পড়ে।
খবর পেয়ে সেনাবাহিনীর সদস্য ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চকরিয়ার বিভিন্ন বেসরকারি হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে দুইজন নারী যাত্রীর অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসক সূত্রে জানা গেছে।
দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে, পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় তা স্বাভাবিক করা হয়।
চকরিয়া থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে জানিয়েছে, দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্ট যানবাহন দুটি উদ্ধার করা হয়েছে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।