এম এ বাতেন জেলা প্রতিনিধি (কিশোরগঞ্জ): জাহানারা বেগমের সঙ্গে পরিবারের সদস্যরা। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া বাজার এলাকায়
জাহানারা বেগমের সঙ্গে পরিবারের সদস্যরা। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া বাজার
দু-তিন সপ্তাহ ধরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া বাজারে এক নারী ঘোরাফেরা করছিলেন। পরে জাঙ্গালিয়া বাজার কমিটির সভাপতি আশরাফুল আলমের বাড়িতে নেওয়া হয় তাঁকে। পরিচয় জানতে চাইলে তিনি নাম বলেন, জাহানারা বেগম। তবে ঠিকমতো পরিবারের ঠিকানা বলতে পারেন না। শুধু ‘বরগুনা ও ঘটবাড়িয়া’ শব্দগুলো আমতা–আমতা করে বলেন।
সেই কথাগুলো লিখে ও জাহানারার ছবি দিয়ে আশরাফুল আলমের ফেসবুক অ্যাকাউন্টে সম্প্রতি পোস্ট দেওয়া হয়। এ পোস্ট দেখে বরগুনা থেকে তাঁর স্বজনেরা যোগাযোগ করেন এবং শুক্রবার দুপুরে পাকুন্দিয়ায় আসেন। এই এক ফেসবুক পোস্ট প্রায় ২৫ বছর পর হারিয়ে যাওয়া জাহানারাকে তাঁর পরিবার ও মেয়ে হাসি আক্তারের কাছে ফিরিয়ে দিয়েছে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।