মোঃ ছায়েদ আলী শ্রীমঙ্গল প্রতিনিধি
আজ বুধবার (৫ নভেম্বর) দুপুর ২টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামাল আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল ট্রাফিক বিভাগের ইনস্পেক্টর সোহেল রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন “নিরাপদ সড়ক চাই” (নিসচা) শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মো. আমজাদ হোসেন রনি, সহ-সভাপতি গোলাম রহমান মামুন, সাংগঠনিক সম্পাদক মো. আমজাদ খান, দপ্তর সম্পাদক দুলু মিয়া ও সদস্য মো. আলমগীর প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, সড়কে দুর্ঘটনা রোধ ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে সবাইকে সচেতন হতে হবে। শিক্ষার্থীরাই সমাজে পরিবর্তনের অগ্রদূত—তারা পরিবার ও সমাজে সড়ক নিরাপত্তার বার্তা ছড়িয়ে দিতে পারে।
বক্তারা আরও জানান, নিরাপদ সড়ক নিশ্চিত করা শুধু প্রশাসনের কাজ নয়, বরং এটি প্রত্যেক নাগরিকের দায়িত্ব। নিয়ম মেনে চললে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে বলে তারা আশা প্রকাশ করেন।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।