জাহাঙ্গীর আলম(তাহিরপুর প্রতিনিধি)
বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে নারীদের জন্য আলাদা স্পেশাল হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে বলে ঘোষণা দিয়েছেন দলের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী উপাধ্যক্ষ তোফায়েল আহমদ খান।
তিনি বলেন, আগামী দিনে জনগণের ভোটে জামায়াত ক্ষমতায় এলে নারী শিক্ষা ও কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে ট্রেডভিত্তিক বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হবে।
শুক্রবার (৭ নভেম্বর ) বিকালে উত্তর বড়দল ইউনিয়নের ৭ নং ওয়ার্ড জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উত্তর বড়দল ইউনিয়ন জামায়াতের সভাপতি বশির উদ্দিন আহমদের সভাপতিত্বে ও হারন বিন লায়েসের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে উপাধ্যক্ষ তোফায়েল আহমদ খান আরও বলেন, দুর্নীতি ও লুটপাট বন্ধ করতে পারলে আগামী পাঁচ বছরের মধ্যে সুনামগঞ্জ-১ আসনের ব্যাপক উন্নয়ন সম্ভব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ রুকন উদ্দিন, নায়েবে আমীর সেলিম হায়দার, সহকারী সেক্রেটারি আনোয়ার উদ্দিন, কর্মপরিষদ সদস্য তৈয়ফুল ইসলাম হোসেন ও জাহিদুর রহমান প্রমুখ।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।