মো.নাইমুল হক স্মরণ দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি:
নেত্রকোণার দুর্গাপুরে ২৮০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়।
আটকরা হলেন— উপজেলার কেরনখলা গ্রামের মো. আক্কাছ আলীর ছেলে মো. ফজলু মিয়া (২৬) এবং রামনগর গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে মো. ফজলুল হক (২৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চণ্ডিগড় ইউনিয়নের জানিরগাঁও বাজার এলাকায় অভিযান চালানো হয়। এসময় মাছ মহলের সামনে ইয়াবা বেচাকেনার সময় তাদের হাতেনাতে আটক করা হয়।
পরে তাদের কাছ থেকে ২৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর দুজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।