মোঃ আব্দুর রশিদ, লালমনিরহাট প্রতিনিধি।।
লালমনিরহাটে অনিয়মের তথ্য জানতে গিয়ে বেসরকারি সংস্থা ইএসডিওর কার্যালয়ে তিন সাংবাদিক লাঞ্ছিত হয়েছেন। রবিবার (৯ নভেম্বর) দুপুরে শহরের বানভাসা এলাকায় অবস্থিত ইএসডিও অফিসে এ ঘটনা ঘটে।
জানা গেছে, আরটিভির প্রতিনিধি মিজানুর রহমান, ক্যামেরাপার্সন আরিফুল ইসলাম ও স্থানীয় এক সাংবাদিক সংস্থাটির অনিয়ম নিয়ে তথ্য সংগ্রহে গেলে ইএসডিওর কর্মকর্তা-কর্মচারীরা তাদের ওপর চড়াও হন। এ সময় সাংবাদিকদের ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দেওয়া হয় এবং ভিডিও ধারণে বাধা দেওয়া হয়।
হামলায় ক্যামেরাপার্সন আরিফুল ইসলাম আহত হন। এ সময় তার হাতে থাকা মোবাইল ফোন ফেলে দেওয়া হয়। পরে সহকর্মী সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে এনজিও কর্মীরা তাদের প্রতিও চড়াও হয়।
সাংবাদিকরা অভিযোগ করেন, ঘটনাস্থলে উপস্থিত পুলিশ নীরব ভূমিকা পালন করে।
এ ঘটনায় স্থানীয় সাংবাদিক সংগঠনগুলো তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে।
বাংলাদেশ প্রেসক্লাব, লালমনিরহাটের সভাপতি এস.আর. রতন বলেন,“এটি স্বাধীন সাংবাদিকতার ওপর নগ্ন হামলা। আমরা অভিযোগ দিয়েছি, দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।
টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন, লালমনিরহাটের সাধারণ সম্পাদক মেহেদী হাসান জুয়েল বলেন, “আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করতে হবে।
এদিকে, পুলিশ জানিয়েছে—অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সচেতন মহল বলছে, সাংবাদিকদের লাঞ্ছিত করা স্বাধীন গণমাধ্যমের জন্য হুমকিস্বরূপ। দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।