পুলক সরকার, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
১১ নভেম্বর/২৫
জয়পুরহাটে ব্রি ধান ১০৩ এর নমুনা শস্য কর্তন ও কৃষকদের নিয়ে দলীয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৩ টায় জয়পুরহাট সদর উপজেলার বম্বু ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের মাঠে রাজশহী উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক মফিজুল ইসলাম এর ৩ বিঘা জমিতে এ প্রদর্শনীর ধান কর্তনের মাধ্যমে মাড়াই কার্যক্রমের শুরু করা হয়।
জয়পুরহাট সদর কৃষি অফিসের আয়োজনে নমুনা শস্য কর্তন শেষে স্থানীয় কৃষক-কৃষানীদের নিয়ে দলীয় সভা অনুষ্ঠিত হয়। সভায় কৃষকদের মাঝে ব্রি ধান ১০৩ এর ফলন ও চাষাবাদ নিয়ে প্রধান অতিথি হিসাবে আলোচনা করেন ঢাকা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির সরেজমিন উইং এর অতিরিক্ত পরিচালক (মনিটরিং ও বাস্তবায়ন) ড. মোঃ জামাল উদ্দিন।
এসময় সভায় বিশেষ অতিথি হিসাবে জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এ, কে, এম সাদিকুল ইসলাম, অতিরিক্ত পরিচালক (শস্য) মোঃ লুৎফর রহমান, অতিরিক্ত পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মোঃ কামরুল হাসান, সদর উপজেলা কৃষি অফিসার রাফসিয়া জাহান, অতিরিক্ত কৃষি অফিসার মোঃ মাসুদ পারভেজ, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ শাহিনুর ইসলাম, উদ্ভিদ সংরক্ষণ অফিসার অমোল চন্দ্র মন্ডল ও উপ-সহকারী কৃষি অফিসার আসাদুর রহমান বক্তব্য দেন।
সভায় বক্তারা জানান, ব্রি ধান ১০৩ উপযুক্ত পরিচর্যা পেলে হেক্টর প্রতি ৭.০ টন পর্যন্ত ফলন দিতে সক্ষম। চালের আকৃতি লম্বা ও চিকন হওয়ায় কৃষক এ ধানের মূল্য বেশি পাবে। জাতটি আমন মৌসুমে মাঠ পর্যায়ে সম্প্রসারণে সারাদেশে কাজ করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
এছাড়াও প্রদর্শনীভুক্ত কৃষকের উঠানে আয়োজিত দলীয় সভায় অংশ নিয়ে প্রধান অতিথি উপস্থিত কৃষকদের আগামী রবি মৌসুমে আলু চাষে খামারি এ্যাপ ব্যবহার করে সুষম সার প্রয়োগ ও টেকসই কৃষিচর্চা নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।