মোঃ মোবারক হোসেন: দীঘিনালা (খাগড়াছড়ি):
খাগড়াছড়ি'র দীঘিনালা উপজেলার প্রত্যন্ত ও চিকিৎসা সুবিধা বঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠীর পাশে গিয়ে দাড়িয়ে বিনামূল্যে স্বাস্থ্য সেবা পৌঁছে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ।
বুধবার(১১-নভেম্বর) ০৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের (দি বেবি টাইগার্স) দীঘিনালা সেনা জোনের উদ্যোগে উপজেলা'র বাবুছড়া ইউনিয়নের নুনছড়ি চৌধুরীপাড়ায় এক বিশেষ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় ।
সকাল ১০:০০ ঘটিকা থেকে শুরু হওয়া এই মেডিকেল ক্যাম্প চলে ৪:০০ ঘটিকা পর্যন্ত ।
দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে এলাকার দুই শতাধিক পাহাড়ি মানুষের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা, পরামর্শ ও প্রয়োজনীয় ঔষধপত্র বিতরণ করা হয় ।
দীঘিনালা জোন কমান্ডার লে:কর্নেল মো: ওমর ফারুক,পিএসসি উপস্থিতিতে দীঘিনালা জোনের আরএমও ক্যাপ্টেন মো: শাইকুদ্দিন সাকলাইন নিজে উপস্থিত থেকে দিনব্যাপী এ চিকিৎসা সেবা প্রদান করেন । তিনি অত্যন্ত মনোযোগ সহকারে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় ঔষধ বিতরণের পাশাপাশি অন্যান্য সেবা কার্যক্রম নিভির ভাবে তদারকি করেন । এছাড়াও উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের অ্যাডজুট্যান্ট আব্দুল্লাহ আল আজমী ।
জোন কমান্ডার লে:কর্নেল মো: ওমর ফারুক,পিএসসি এই উদ্যোগ প্রসঙ্গে বলেন: “এখানকার মানুষের জন্য আধুনিক চিকিৎসা সুবিধা অনেকটাই সীমিত ।
বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে আমরা নিয়মিতভাবেই এই সকল দুর্গম এলাকায় মেডিকেল ক্যাম্প পরিচালনা করে আসছি যাতে এই প্রান্তিক মানুষ গুলো তাদের ঘরের কাছেই জরুরী স্বাস্থ্য সেবা পেতে পারে ।
আমাদের এই মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে ।
স্থানীয় জনগোষ্ঠীর সদস্যরা সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগকে অত্যন্ত আন্তরিকতার সাথে স্বাগত জানিয়েছেন ।
তারা এই জনকল্যাণমূলক কার্যক্রমের জন্য সেনাবাহিনীর প্রতি কৃতঙ্গতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানান ।
সেনাবাহিনীর এই পদক্ষেপে দুর্গম পাহাড়ের মানুষের মুখে ফুটেছে স্বস্তির হাসি; সুস্থ দেহ সুস্থ মন- হাসি থাকবে সারাজীবন ।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।