শেরিফ হোসেন, নীলফামারী জেলা প্রতিনিধি
নীলফামারীর সৈয়দপুরে গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে অনলাইন ভিসা প্রতারণা চক্রের এক সদস্য ও অনলাইন জুয়ার সঙ্গে জড়িত আরও এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে শহরের বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে মোবাইল ফোন, সিম কার্ডসহ প্রতারণা ও জুয়ার কাজে ব্যবহৃত বিভিন্ন আলামত জব্দ করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের দীর্ঘদিন ধরে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে বিদেশে ভিসা দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া ও অনলাইন জুয়ায় অংশগ্রহণের প্রমাণ পাওয়া গেছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে গ্রেফতারদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সাধারণ জনগণকে এমন অনলাইন প্রতারণা ও জুয়ার ফাঁদ থেকে সতর্ক থাকতে এবং সন্দেহজনক কোনো কার্যকলাপ দেখলে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানোর অনুরোধ জানানো হয়েছে।
সূত্র: নীলফামারী জেলা গোয়েন্দা শাখা
প্রতিবেদন: শেরিফ হোসেন, জেলা প্রতিনিধি, নীলফামারী
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।