প্রিয় ৯ নং ওয়ার্ডবাসী, ভাই-বোনেরা, বন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিবেন।
আপনাদের অবগতির জন্য জানানো যাইতেছে যে, গত ২ বছরের আমাদের কার্যক্রমের কিছু অংশ আপনাদের জন্য তুলে ধরা হল:
এলাকার মানুষের সার্বিক উন্নয়নের জন্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য শিক্ষা ও মানসিক বিকাশের জন্য চিরস্থায়ী বন্দোবস্ত হিসাবে আমরা সবজান বিবি জেকে মেমোরিয়াল একাডেমি প্রতিষ্ঠা করেছি। যেখানে ১লা জানুয়ারি ২০২৪ থেকে ১২৮ জন ছাত্র-ছাত্রী ও ৮ জন শিক্ষক নিয়ে প্রথম শ্রেণী থেকে ৭ম শ্রেণী পর্যন্ত শিক্ষাকার্যক্রম নিয়মিত ভাবে পরিচালিত হয়ে আসছে। এবং এ বছর একাডেমির আরো ২ টা ক্লাসরুম সম্প্রাসারণ করা হচ্ছে। ২০২৫ সালে ৮ম শ্রেণী পর্যন্ত ভর্তি নেওয়া হবে। পর্যায়ক্রমে উচ্চ মাধ্যমিক কলেজে রুপান্তর করার পরিকল্পা রয়েছে।
আমরা আশাকরি ৩ টি এলাকার (জাঁঙ্গালীয়া, ভানুবিল, উত্তর ভানুবিল, কামারছড়া চা বাগান এবং রাজকান্দি) মানুষের মধ্যে শিক্ষার বিকাশ বাড়াতে সহায়তা করবে। এই একাডেমিকে ঘিরে সাধারণ মানুষের বিপুল উৎসাহ আর উদ্দিপনা প্রকাশ পেয়েছে। এবং ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে প্রাণবন্ত করেছে একাডেমির শিক্ষা কার্যক্রম।
শিক্ষা ও সংস্কৃতিকে মানুষের কাছে দীর্ঘায়িত করার লক্ষে আমরা একাডেমি সংলগ্ন একটি রুমে স্থায়ী একটি পাঠাগার স্থাপন করেছি। যার নাম করণ করা হয়েছে: ”আলোর সন্ধানে গণ-পাঠাগার”।
একাডেমির শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় এলাকার সকল মানুষের জন্য উন্মুক্ত করা হয়েছে। এই পাঠাগারটি ১লা জানুয়ারি-২০২৫ বই বিতরণের দিবসে উদ্ধোধন করা হবে। আপনারা সবাই আমন্ত্রিত।
এখন আমরা সবজান বিবি জেকে ফাউন্ডেশন এর কার্যক্রমকে আরো সম্প্রসারিত করার লক্ষে আমাদের কমিটিতে ১০০ জনের সদস্য আহ্ববান করা যাচ্ছে। এই কমিটির সদস্যগণ উক্ত এলাকার ৯ নং ওয়ার্ডের নাগরিক হইতে হবে। এবং সদস্যগণ ৩ মাসে একবার ফাউন্ডেশনের একাডেমিস্ত কার্যালয়ে বসে আলোচনা, পরামর্শে অংশগ্রহণ করবেন।সকল সদস্যগণ সেচ্চাসেবীভাবে কাজ করবেন।
আমাদের চিন্তা ও পরিকল্পনা এলাকার তরুন সমাজের কর্মসংস্থানে সহযোগীতা করা, এলাকায় ছোট পরিসরে অবকাঠামো উন্নয়ন, গরিব দুঃখী, অসহায় ও অসুস্থ্য মানুষের জন্য সাধ্যমত সহযোগীতা করা। সকলের সাথে সবাই নিয়ে উন্নত সংস্কৃতির উন্নয়নে শিক্ষাকেন্দ্র ও মুল্যবোধ তৈরীর জন্য ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে এলাকার মানুষকে আরো সক্রিয় ভাবে সম্পৃকতা তৈরী করার জন্য কাজ করা।
পরিশেষে সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমাদের সাথে থাকার জন্য বিনীত ভাবে আহ্ববান করছি।
ধন্যবাদান্তে-
এম. আব্দুল কাইয়ুম (এম.এ/মানবাধিকারকর্মী)
সবজান বিবি জেকে ফাউন্ডেশন
তারিখ: ১৫/১১/২০২৪ ইং
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01788-729304, 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
কার্যালয়: ব্লু ওয়াটার শপিং সিটি, জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।