মোঃ ছায়েদ আলী শ্রীমঙ্গল প্রতিনিধি
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের অনলাইনে ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উত্তেজনা বিরাজ করছে। আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকেই শ্রীমঙ্গল উপজেলার শহরে বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা।
সকালে শহরের চৌমুহনা চত্বরে তারা অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। বিক্ষোভ চলাকালে এলাকাজুড়ে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করে। পরে তারা একটি মিছিল নিয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় চৌমুহনায় সমবেত হয়।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, র্যাব ও বিজিবি সদস্যদের ব্যাপক মোতায়েন করা হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি ও তল্লাশি অভিযান চলছে। স্থানীয় প্রশাসন, এসআই মুজিবুর রহমান বলছেন যেকোনো ধরনের নাশকতা বা অস্থিতিশীলতা মোকাবেলায় তারা প্রস্তুত রয়েছে।
বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীরা জানান, আওয়ামী লীগের ‘নাশকতা ও দমননীতির’ বিরুদ্ধে এই কর্মসূচি পালন করা হচ্ছে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।