আবদুর রহিম ( চট্টগ্রাম মহানগর প্রতিনিধি)
আজ বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, বিকেল ৪ টায় লকডাউনের নামে দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শেখ ইয়াছিন ইসলাম নওশেদের নেতৃত্বে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি নগরীর বাণিজ্যিক এলাকা আগ্রাবাদ হয়ে কমার্স কলেজ রোড়, মতিয়ারপোল ও মোগলটুলীতে এসে প্রতিবাদ সভার মাধ্যমে শেষ হয়। বিশিষ্ট ছাত্রনেতা চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শেখ ইয়াছিন ইসলাম নওশেদ বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভায় বলেন, দেশে যে কোনো আওয়ামী নৈরাজ্য ছাত্রদল প্রতিহত করবে। তিনি তাঁর বক্তব্যে বলেন, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী শক্তি বাংলাদেশে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম করে যাচ্ছে এবং আগামী ফেব্রুয়ারীর নির্বাচন নিয়ে দেশ - বিদেশের যে কোনো ষড়যন্ত্র জনগণকে সঙ্গে নিয়ে মোকাবিলা করবে। বিক্ষোভ মিছিলে মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।