মোঃসোলায়মান গনি উলিপুর উপজেলা প্রতিনিধিঃ
উলিপুর শহীদ মিনার প্রাঙ্গণে আজ বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ উলিপুর দক্ষিণ থানা শাখার উদ্যোগে এক বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সমাবেশস্থল জনতার ঢলে পরিণত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন্দ। তিনি বলেন, “বর্তমান সামাজিক, রাজনৈতিক ও নৈতিক সংকট সমাধানে ইসলামী মূল্যবোধভিত্তিক রাষ্ট্র গঠনই সময়ের দাবি।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিনিয়র সহকারী প্রচার সম্পাদক, সাবেক মুফতিয়াত ও উপদেষ্টা অধ্যাপক ডা. মোঃ আক্কাছ আলী সরকার। তিনি বলেন, “দেশে ন্যায়বিচার, শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে হলে ইসলামী আদর্শের বিকল্প নেই।”
সমাবেশের সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ উলিপুর দক্ষিণ থানা শাখার সভাপতি মাওলানা মোঃ আতাাউর রহমান। তিনি উলিপুরবাসীকে নৈতিক সমাজ গঠনে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান।
শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।