প্রতিবেদক: মাহফুজুর রহমান গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
গোপালগঞ্জ–১ (মুকসুদপুর/কাশিয়ানী আংশিক) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সেলিমুজ্জামান সেলিম আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। শুক্রবার (১৪ নভেম্বর), ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি মুকসুদপুরের বিভিন্ন এলাকায় উঠান বৈঠক ও মতবিনিময় সভায় অংশ নেন।
দিনের শুরুতে মুকসুদপুরের ২নং পশারগাতী ইউনিয়নের আইব বাজার এলাকায় স্থানীয় ওয়ার্ড নেতৃবৃন্দ ও সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এরপর কৃষ্ণাদিয়া বাগু মৃধা উচ্চবিদ্যালয় মাঠে ১ ও ২নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মী ও স্থানীয়দের সঙ্গে দ্বিতীয় বৈঠকে অংশ নেন।
পরে তিনি কৃষ্ণাদিয়া বাজার জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে সেলিম বলেন, আমি আপনাদের এলাকার সন্তান। আপনাদের উন্নয়ন ও অধিকার রক্ষার জন্যই নির্বাচনে অংশ নিচ্ছি। ধানের শীষে ভোট দিয়ে আমাকে আপনাদের পাশে কাজ করার সুযোগ দিন।
বিকেলে শালিনাবক্স প্রাথমিক বিদ্যালয় মাঠে গোবিন্দপুর ইউনিয়নের সুরপি, শালিনাবক্স, রামচন্দ্রপুর ও ডাঙ্গা দূর্গাপুর গ্রামের নেতাকর্মী ও ভোটারদের সঙ্গে দিনের শেষ উঠান বৈঠক করেন তিনি। সেখানে উপস্থিত সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
সারা দিনের সফরে উপজেলা বিএনপি, অঙ্গসংগঠনের নেতাকর্মী ও স্থানীয় সমর্থকরা মোটর শোভাযাত্রা নিয়ে প্রার্থীকে সঙ্গে রেখে প্রচারণায় অংশ নেন।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।