মোঃ কামরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার শাহপুর বাজারে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করার সময় উদ্ধার হওয়া সাত বছরের শিশু সিফাত অবশেষে পুলিশের সহযোগিতায় তার পরিবারের কাছে ফিরে গেছে। ১৪ নভেম্বর স্থানীয়রা শিশুটিকে ঘুরতে দেখে নাম-ঠিকানা জানতে চাইলে কিছুই বলতে না পারায় তারা বিষয়টি বেলকুচি থানা পুলিশকে জানান।
খবর পেয়ে পুলিশ শিশুটিকে তাদের হেফাজতে নিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় ফেসবুক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় পরিচয় প্রকাশ করে। পরে শিশুটির নাম–মো. সিফাত (৭), পিতা–মো. রুবেল, মাতা–মোছা. সাথী বেগম, বাড়ি–নন্দনপুর, গোপালপুর, টাঙ্গাইল—নিশ্চিত হওয়া যায়। খবর পেয়ে সিফাতের মা ও নানী বেলকুচি থানায় এসে তাকে বাড়িতে নিয়ে যান।
সিফাতের মা সাথী বেগম জানান, খোঁজাখুঁজি করেও তাকে পাচ্ছিলাম না। গ্রামের একজন জানান সিফাত বেলকুচি থানায় আছে। ওসি স্যারের সহযোগিতায় আমার বুকের ধনকে ফের ঘরে নিতে পারলাম। তার প্রতি কৃতজ্ঞ।
বেলকুচি থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, শাহপুর বাজার থেকে ফোন পেয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে তথ্যপ্রযুক্তি ও মানবিক সহায়তার মাধ্যমে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি শিশুদের প্রতি প্রতিটি পরিবারকে বাড়তি নজরদারি রাখার আহ্বান জানান।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।