মোঃ কামরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ সংসদীয় আসন ৩ , রায়গঞ্জ,তাড়াশ ও সলঙ্গা, এই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শায়েখ ডঃ মাওঃ অধ্যাপক আঃ সামাদ ,কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য। বাদশাহ ফয়সাল ট্রাস্ট শ্যামলী, ঢাকা, এর ট্রাসটী বোর্ডের সদস্য বাদশা ফয়সাল মসজিদের খতিব, ইসলামী ইউনিভার্সিটি অফ চিটাগাং এর সাবেক অধ্যাপক তিনি উৎসব মুখর পরিবেশে আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগ করছেন।
১৯ নভেম্বর বুধবার সকাল ৯ টা রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের তেলীজানা, রায়গঞ্জ বাজার , আটঘরিয়া, জয়ানপূর , ভেগমপুর, বৃষ্টি পুর , বাশুড়িয়া,নলছিয়া, লাহর নিশ্চিন্তোপুর, বেতুয়া, গ্রামের বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের কাছে বৈশাম্য হিন ও ইনসাফ ভিত্তিক দেশ বিনির্মাণ করতে দাড়িপাল্লা মার্কায় ভোট চান । এখন ধান কাটার মৌসুম মাঠে মাঠে গিয়ে কৃষকের সাথে হাত মিলাচ্ছেন , কথা বলছেন। এতে মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে । শোনা যাচ্ছে সবার মুখে পরিবর্তনের সুর । ডঃ আঃ সামাদ সাহেব পাশাপাশি প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল, কলেজ, আলিয়া মাদ্রাসা, কওমী মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, সফরে যাচ্ছেন সবার সাথে মতবিনিময় করেছেন, বিভিন্ন মসজিদে খুৎবা দিচ্ছেন, কারণ তিনি একজন বিজ্ঞ আলেম, ভালো বক্তা, সকল শ্রেণী পেশার মানুষ উৎসাহের সাথে গ্রহণ করছেন। এই আসনে অন্য দলগুলোর মধ্যে একমাত্র বিএনপি ই প্রতিদ্বন্দ্বিতা করবেন। আর বিএনপির জন্য বড়ো মুস্কিল হয়ে দাঁড়িয়েছে তাদের প্রার্থী ২১ জন । তার মধ্যে মনোনয়ন দেয়া হয়েছে সাবেক উপজেলা চেয়ারম্যান ভিপি আয়নুল হক কে । তার দলের মনোনয়ন বঞ্চিতরা অসন্তোষ থাকায় ডঃ মাওঃ অধ্যাপক আঃ সামাদ রয়েছেন বেশ ফুরফুরে। তারপ
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।