মোহাম্মদ মামুন উদ্দিন(অনলাইন রিপোর্টার)
হাতিয়ার চানন্দী ইউনিয়নের দক্ষিণাঞ্চলে সম্প্রতি জেগে ওঠা একটি নতুন চরকে ঘিরে সৃষ্টি হয়েছে নতুন ধরনের অরাজকতা। স্থানীয়দের অভিযোগ—চরটি প্রশাসনের মালিকানাধীন হলেও কিছু অসাধু ব্যক্তির একটি চক্র চরের মাটি ড্রেসিং করে বালু সংগ্রহ করছে এবং তা গোপনে বিক্রি করছে। এতে এলাকার পরিবেশ ও নদীর স্বাভাবিক প্রবাহ মারাত্মক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
স্থানীয়রা জানান, “চানন্দী ইউনিয়ন এমনিতেই ভৌগোলিকভাবে সংকটপূর্ণ এলাকা। এর মধ্যে নতুনচর জেগে উঠার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই একদল অসাধু লোক রাতের অন্ধকারে সেখানে ড্রেজিং মেশিন বসিয়ে বালু তোলা শুরু করেছে।”
আরও অভিযোগ, চরের মালিকানা বা সরকারি ঘোষণা ছাড়াই হঠাৎ করে এভাবে চর কেটে বালু বিক্রি করা পুরোপুরি অবৈধ। এতে নদীর স্বাভাবিক গতিপথ পরিবর্তন হতে পারে, ভাঙন সৃষ্টি হতে পারে, এমনকি আশেপাশের বসতভিটাও ঝুঁকির মুখে পড়তে পারে।
স্থানীয় এক প্রবীণ নাগরিক ক্ষোভ প্রকাশ করে বলেন—
“যে ইউনিয়ন মানচিত্রেই নেই, সেই চানন্দীতে আবার নতুন চর উঠছে! আর সেই চরে যারা বালু কেটে বিক্রি করছে, তাদের তো নদীর মাঝেই বেধে পালানো উচিত।”
নাগরিক সমাজের প্রতিনিধিরা দাবি করেছেন, এ ধরনের অনিয়ম বন্ধে প্রশাসনকে কঠোরভাবে নজরদারি বাড়াতে হবে এবং দ্রুত অভিযান চালিয়ে বালু চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।