মোঃ মোবারক হোসেন, দীঘিনালা(খাগড়াছড়ি)প্রতিনিধি:
পার্বত্য জেলা খাগড়াছড়িতে প্রথমবারের মতো আনসার-ভিডিপি সদস্যদের জন্য চালু হলো বাংলাদেশ আনসার ওয়েলফেয়ার ট্রান্সপোর্ট বাস সার্ভিস। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে জেলা আনসার-ভিডিপি কার্যালয় প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত ও উৎসবমুখর অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা আনসার-ভিডিপি কমান্ড্যান্ট মো. আরিফুর রহমান জানান, মহাপরিচালকের বিশেষ নির্দেশনায় খাগড়াছড়ি–চট্টগ্রাম রুটে প্রতি বৃহস্পতিবার নিয়মিত বাস চলাচল করবে। প্রাথমিকভাবে এই সেবা শুধুমাত্র আনসার-ভিডিপি সদস্য, কর্মকর্তা-কর্মচারী ও হিল আনসারদের জন্য উন্মুক্ত থাকবে।
তিনি আরও জানান, নতুন এই বাস সার্ভিসের সবচেয়ে বড় সুবিধা হলো স্বল্প ভাড়া। যেখানে সাধারণ যাত্রীবাহী বাসে খরচ ২৭০ টাকার মতো, সেখানে ওয়েলফেয়ার বাসে ভাড়া নির্ধারণ করা হয়েছে মাত্র ১৫০ টাকা। ২৪ আসনবিশিষ্ট বাসটিতে রয়েছে আরামদায়ক সিটিং ব্যবস্থা, পরিচ্ছন্ন পরিবেশ এবং বাহিনীর নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা।
স্থানীয় আনসার সদস্যরা মনে করছেন, এ উদ্যোগ যাতায়াতে তাদের ভোগান্তি কমানোর পাশাপাশি নিরাপত্তা ও স্বস্তির নতুন অভিজ্ঞতা দেবে। ভবিষ্যতে প্রয়োজনের ভিত্তিতে বাস সার্ভিসটি আরও সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে বলে জানা গেছে ।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।