নাইমুল হক স্মরণ,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুরে দক্ষিণ
ও মধ্য বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের আয়োজনে, এক ইয়ুথ লিডারশীপ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়ে ছে। শুক্রবার (২১ নভেম্বর) বারোমারি কম্প্যাশন মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদশে এর আর্থিক সহায়তায় প্রশিক্ষণ শুরু করেন, প্রকল্পের সমাজকর্মী দিপন দিওয়ারা। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক যুগান্তর পত্রিকা ও চ্যানেল টুয়েন্টি ওয়ান এর উপজলো প্রতিনিধি তোবারক হোসনে খোকন। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, শিশু সমন্বয়কারি আলো মৃ, সমাজ উন্নয়নর্কমী পাঞ্চালী ম্রং, সবুজ দালবৎ, নয়ন রাংসা প্রমুখ।
সমাজকর্মী দিপন দিওয়ারা বলেন, আমরা স্পনছর শিশুদের জীবনমান উন্নয়নে জন্য কাজ করে থাকি। ইতোমধ্যে পড়াশোনায় দুর্বল শিশুদের কোচিং, বর্ষায় স্বাচ্ছন্দে স্কুলে আসার জন্য জুতা, ছাত্রা, ব্যাগ, শিক্ষা উপকরণ, হাইজিন সামগ্রী বিতরণ করে থাকি। আমাদের কম্প্যাশনে ২৮০ জন স্পনছর শিক্ষার্থী রয়েছে। তাদের বিনোদন ক্লাশ, বিষয় ভিত্তিক প্রশিক্ষণ, অভিভাবকদের সচেতনতা নিয়ে প্রতিবছরই সেমিনার করা হয়ে থাকে। শিক্ষার্থীদের একধাপ এগিয়ে নিয়ে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রশিক্ষক তোবারক হোসনে খোকন বলনে, সমাজ বিনির্মানে শিশুদের নেতৃত্ববোধ সম্পর্কে জানা অত্যান্ত গুরুত্বপুর্ন। আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ, তারাই একদিন দেশের নেতৃত্ব দিবে। প্রশিক্ষণে নেতৃত্ব দানের বিভিন্ন কৌশল, শিশুর মুল্যবোধ, পারিবারিক দায়িত্ব ও অন্যান্য শিশুদের প্রতি তাদের কর্তব্য কি ? শিশুর ভবিষ্যৎ পরিকল্পনা ও আমাদের করনীয়, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের দায়িত্ব, নিজ নিজ পরিবারের দায়িত্ব ও কর্তব্য নিয়ে শিক্ষার্থীদের হাতে কলমে ধারনা দেয়া হয়।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।