মোঃ আব্দুস সালাম, কমলগঞ্জ মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার জেলা কমলগঞ্জ উপজেলা আজ ২২.১১.২০২৫ খ্রি: তারিখ রোজ শনিবার বেলা ০৯.০০ হতে বিকাল ৫.০০ ঘটিকা পর্যন্ত কমলগঞ্জ উপজেলাস্থ,আদমপুর উইনিয়নের আন্তর্জাতিক সেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা গুড নেইবারস্ বাংলাদেশ, মৌলভীবাজার সিডিপি’র উদ্যোগে বিশেষ স্বাস্থ্য সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। উক্ত ক্যাম্পেইন উপলক্ষে সকালে গুড নেইবারস্ বাংলাদেশ এর নিজস্ব অফিস ক্যাম্পাসে উপস্থিত কমিউনিটির জনগন ও অতিথি বৃন্দের অংশগ্রহনে সচেতনতা মূল্যক আলোচনা সভার মধ্য দিয়ে আজকের বিশেষ স্বাস্থ্য সেবা ক্যাম্পেইন এর উদ্বোধনী ঘোষনা করেন অনুষ্ঠানের সভাপতি এন্ড্রিকো মন্ডল, ম্যানেজার গুড নেইবারস্ বাংলাদেশ, মৌলভীবাজার সিডিপি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জনের পক্ষে ডা: আকাশ রয়, এম ও সিএস, মৌলভিবাজার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব, ডা: এম মাহবুবুল আলম ভূইয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, কমলগঞ্জ, মৌলভিবাজার। বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন জনাব বিলকিস বেগম, সিডিসি চেয়ারপারসন, গুডনেইবারস বাংলাদেশ মৌলভী বাজার সিডিপি। আরো উপস্থিত ছিলেন মো: আব্দুর সালাম, সমাজ সেবক ও সোসাল মিডিয়া প্রতিনিধি, জনাব সাব্বির এলাহি, সিডিসি মেম্বর, গুডনেইবারস বাংলাদেশ মৌলভী বাজার সিডিপি। দুইজন বিশেষজ্ঞ ডাক্তার ডাঃ তানভীর আহমদ, এম.বি.বি.এস পিডিটি (চর্ম,যৌন,এলার্জি ও সেক্সুয়াল রোগ বিশেষজ্ঞ) এবং ডাঃ হ্যাপি দাশ, এমবিবিএস, বিসিএস স্বাস্থ্য, ডিজিও গাইনী এন্ড অবস্, এফসিপিএস শেষ পর্ব, সারা দিন ব্যাপি রোগি দেখেন ও সেবা প্রদান করেন। এছাড়াও গুড বাজার সেবার মধ্য দিয়ে ২০০ জন স্থানীয় জনগনের মাঝে সাশ্রয়ী মূল্যে ৩০% ছাড়ে গুড বাজারে মালামাল প্যাকেজ তেল,ডাল,চিনি,আটা,
সাবান,ডিটারজেন্ট বিক্রয় করা হয়।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।