মোঃ আব্দুর রশিদ, লালমনিরহাট প্রতিনিধি।
লালমনিরহাটের ভেলাবাড়ী ইউনিয়নে ঘটে গেল মানবতার এক বিরল উদাহরণ। স্বামী আব্দুল হকের দুটি কিডনি বিকল হয়ে পড়লে, কোনো দ্বিধা না করে নিজের একটি কিডনি দান করেন তার স্ত্রী বিজলি বেগম (৪৫)।
এই আত্মত্যাগ ও ভালোবাসা এখন জেলার মানুষের মুখে মুখে।
জানা গেছে, বেশ কিছুদিন ধরেই তার স্বামী কিডনি রোগে ভুগছিলেন। ডায়ালাইসিস এবং চিকিৎসার পরও অবস্থার উন্নতি হচ্ছিল না। চিকিৎসকরা কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিলে পরিবারে নেমে আসে দুশ্চিন্তার ছায়া।
এ সময় স্ত্রী বিজলি বেগম নিজেই তার কিডনি ১টি দিতে রাজি হন।
পরীক্ষা-নিরীক্ষার পর দেখা যায়, স্ত্রীর কিডনি স্বামীর শরীরের সঙ্গে উপযোগী।
এরপর আজ ২৪ নভেম্বর দুপুরে সম্পন্ন হয় সফল অস্ত্রোপচার।
এ ঘটনাকে ঘিরে পরিবারে যেমন আনন্দের বন্যা বইছে, তেমনি পুরো এলাকায়ও ছড়িয়ে পড়েছে প্রশংসার ঢেউ।
অনেকে বলছেন, বর্তমান সময়ের হিসেবি সমাজে এই দম্পতি ভালোবাসা, ত্যাগ ও মানবিকতার এক বিরল উদাহরণ হয়ে থাকবে।
একজন স্ত্রী কেবল সংসারের সঙ্গীই নন, তিনি একজন জীবনের অংশীদার, এ কথাই যেন আবারও প্রমাণিত হলো লালমনিরহাটের এই ঘটনায়।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।