মোঃ আব্দুস সালাম, কমলগঞ্জ, মৌলভীবাজার প্রতিনিধিঃ
ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ-বাংলাদেশ)-এর কমলগঞ্জ উপজেলা শাখার ৬ মাস মেয়াদী আহ্বায়ক কমিটি আজ, ২৩ নভেম্বর ২০২৫ ইং, রবিবার বিকাল ৩ ঘটিকায় কমলগঞ্জ হীড বাংলাদেশ হলরুমে এক অনুষ্ঠানের মাধ্যমে ঘোষণা করা হয়েছে। এই নতুন কমিটিতে সাকিব আহমেদকে আহ্বায়ক এবং ইমন হোসেনকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটি ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আপ বাংলাদেশ কেন্দ্রীয় যুগ্ম-প্রধান সংগঠক রিজওয়ানুল বারী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আপ বাংলাদেশ মৌলভীবাজার জেলা আহ্বায়ক শিবলু আহমেদ,বিশেষ অতিথি জালালাবাদ এসোসিয়েশন, মালয়েশিয়ার সাংগঠনিক সম্পাদক আলী আমজাদ খান, যুগ্ম আহ্বায়ক পাপিয়া মইনু তমা, যুগ্ম সদস্য সচিব শেখ আমিরুননেছা আলো এবং আপ বাংলাদেশ-এর শুভাকাঙ্ক্ষী শফিকুর রহমান সালেহ। এছাড়াও জেলা ও উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কেবল কমিটি ঘোষণাই নয়, সংগঠনের ভবিষ্যৎ রোডম্যাপ ও কর্মপদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কেন্দ্রীয় প্রধান সংগঠক রিজওয়ানুল বারী আগামী ছয় মাসের মধ্যে উপজেলা পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে নবগঠিত কমিটিকে সুনির্দিষ্ট দিকনির্দেশনা প্রদান করেন। তৃণমূল পর্যায়ে জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং দলের লক্ষ্য পূরণে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হিসেবে রয়েছেন হাসান শাহরিয়ার রহমান। যুগ্ম-আহ্বায়ক পদে রয়েছেন আশিকুর রহমান,শাহিন মিয়া, এবং ফারহানা আক্তার। কমিটিতে সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন ইমন হোসেন। সিনিয়র যুগ্ম-সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন হাসান মশিউর সাকিব। যুগ্ম-সদস্য সচিবের পদে রয়েছেন খালেদ হোসেন, মোঃ রুহুল আমিন, সুরাইয়া জাহান সিজা, শেখ মোতাসিম, ইয়াকুব আলী এবং হাফেজ সাইফুর রহমান।
এছাড়াও সদস্য হিসেবে আছেন আনীসা ইসলাম, ওয়াহিদ মিয়া, মেহেরাজ মিয়া, রুমেল মিয়া, মোঃ আল আমিন মিয়া, মোঃ মাহিন মিয়া, মোহাম্মাদ মাসুক মিয়া, সুহান মিয়া, তারেক মিয়া, হুমায়ুন উদ্দিন, সামীম মিয়া, শরিফ মিয়া, আব্দুল মান্নান, মইন উদ্দিন,জালাল উদ্দীন, রুহিত সিংহ এবং প্রতাপ বাউরসহ প্রমুখ।
এই ৬ মাস মেয়াদী কমিটি কমলগঞ্জ উপজেলায় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আশাবাদ ব্যক্ত করেন কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।